ইসলামি জ্ঞান ও মূল্যবোধ চর্চায় এমসিএ পপলার ইউনিটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫

পপলার ইউনিটে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর উদ্যোগে ইসলামি জ্ঞানচর্চা ও মূল্যবোধ বিস্তারের লক্ষ্যে এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই সোমবার পপলার ইউনিটের প্রায় ৩০ জন সদস্য এই প্রতিযোগিতায় অংশনেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিএ-এর সভাপতি আজাদ মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পপলার ইউনিট সভাপতি মনসুর আলম।
অনুষ্ঠানের শুরুতে দারসুল হাদিস পেশ করেন মাওলানা দেলোয়ার হোসেন। তিনি ‘ঈমান, ইসলাম ও ইহসান’ সম্পর্কে গভীর ও প্রাঞ্জল আলোচনা করেন। তিনি ইহসানের গুরুত্ব তুলে ধরে বলেন, ইহসান হলো উৎকর্ষতার চর্চা-অর্থাৎ যা করণীয় তার চেয়ে আরও ভালোভাবে করা, অধিক দেওয়া এবং বিনিময়ের প্রত্যাশা না রাখা। ইহসানকে তিনি তিনটি পর্যায়ে ভাগ করে ব্যাখ্যা করেন: ইবাদতে উৎকর্ষতা, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার এবং প্রতিটি কাজে সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা।
দারস শেষে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। ২৫ জন প্রতিযোগীর মধ্য থেকে বিচারকমণ্ডলীর রায়ে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার জিতে নেন ট্রেইনি সলিসিটর রবিউল আলম, দ্বিতীয় স্থান অর্জন করেন সলিসিটর কামরুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার লাভ করেন মির্জা জামাল। উৎসবমুখর পরিবেশে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের কোরআনের আলোকে গড়ে তুলতে সহায়ক। আমি এমন আয়োজনের অংশ হতে পেরে গর্বিত।
পপলার ব্রাঞ্চের সভাপতি ইমদাদুর রহমান বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন-তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম, যে কোরআন শিখে ও অন্যকে শেখায়। তিনি আরও বলেন, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এমসিএ সভাপতি আজাদ মিয়া মুসলমানদের একতাবদ্ধ জীবন গড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে হবে। সৎকাজের নির্দেশ ও অসৎকাজ থেকে বিরত থাকার মাধ্যমে শান্তি ও মুক্তির পথ সুগম হবে।
পরিশেষে পুরস্কার বিতরণ এবং খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইসলামি চেতনায় সমৃদ্ধ ও কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সংবাদ বিজ্ঞপ্তি

