ইস্ট হ্যান্ডস ইউকের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা ইস্ট হ্যান্ডস ইউকের উদ্যোগে বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে উপহার বিতরণ করা করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের প্রায় ২ শতাধিক শিশুর মাঝে ঈদের উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে।
ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবী এবং টিশার্ট, মেয়েদের জন্য ফ্রক বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়েছেন দরিদ্র, সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী শিশুরা।
সুনামগঞ্জের দিরাই উপজেলার তারল, সিলেটের ওসমানীনগর উপজেলার গজিয়া, বড় হাজিপুর ও বাগলপুর গ্রামের শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদের চমৎকার ও নজরকড়া পোশাক পেয়ে দারুণ খুশি শিশুরা। এ উপহার তাদেরকে দারুনভাবে আনন্দিত করেছে। শিশু ও অভিভাবকরা ইস্ট হ্যান্ডস চ্যারিটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য।
এছাড়াও বরিশালের বানারীপাড়ায় হাই কেয়ার মূক ও বধির স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ঈদ গিফট বিতরণ করা হয়। ২৮ মার্চ ভিন্নভাবে সক্ষম এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ঈদ গিফট বিতরণে উপস্থিত ছিলেন হাই কেয়ার মূক ও বধির স্কুলের পরিচালক রাসেল বখশ, জোবায়ের আহমেদ, সজল দাশ, কামরুল ইসলাম, ইমরান আহমেদ, জুনায়েদ আহমেদ, রাদিয়ান আহমেদ।
গরীব শিশুদের জন্য এই ঈদ উপহার প্রকল্পটি পরিচালনা ও বিতরণের জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিলকে আন্তরিক ধন্যবাদ জানান ইস্ট হ্যান্ড চ্যারেটি সংস্থা’র চেয়ারম্যান নবাব উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি