বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদে নি:শর্ত মুক্তির দাবি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নি:শর্ত মুক্তির দাবিতে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না। প্রায় ১৬০ জন সাংবাদিকের উপরে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত সাংবাদিকরা। দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছেন আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে। দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ড.ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। বরং নির্যাতন বেড়েছে। তাই সাংবাদিকদের উপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না। তাদের নি:শর্ত মুক্তির জন্য সরকারকে প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়।
গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সভায় ড.আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং কামরুল আই রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ণ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির ,বীর মুক্তিযোদ্ধা ও প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান গৌস সুলতান ,বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী অবিই , সিনিয়র সাংবাদিক উর্মী মাজহার, চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেসক্লাব এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মো. রেজাউল ক্রিম মৃধা , ২৬ তিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাজিদুর রাহমান , ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সিনিয়র সভাপতি জামাল খান, সাংবাদিক জুয়েল রাজ ,নজরুল ইসলাম অকিব , ইমদাদুন খান, মিফাতুল নূর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি