খালেদা জিয়া দেশবাসীর খোঁজ নিয়েছেন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৫
দেশ ডেস্ক:: দেশবাসীর খোঁজখবর নিয়েছেন লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাকে হাসপাতালে দেখতে গেলে তিনি তাদের কাছে দেশবাসীর খোঁজখবর নেন।
মির্জা আব্বাস বলেন, দেখা হওয়ার পর আমরা খালেদা জিয়াকে সালাম দিয়েছি। স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তিনি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। দেশের মানুষ কেমন আছেন, জিজ্ঞেস করেছেন। দেশ থেকে আমরা দুদিন আগে এসেছি। এখন কোনো পরিবর্তন হয়নি। দেশে নির্বাচনের কথাবার্তা চলছে। এমনটাই তাকে আমি জানিয়েছি। তা ছাড়া রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি আমরা।
আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে নাতি-নাতনিদের কথা জিজ্ঞেস করেছেন। মহিলা দলের সবাই কেমন আছেন, জানতে চেয়েছেন। তিনি সুস্থ হয়ে অচিরেই দেশে ফিরবেন বলে আশা করছি আমরা।
এদিকে খালেদা জিয়াকে দেখতে খাবার নিয়ে প্রতিদিনের মতো গতকালও হাসপাতালে আসেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ সময় সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি।’ রোববার স্থানীয় সময় দুপুরে হাসপাতালে তাদের সঙ্গে ছিলেন ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।