ধৃত ৭৮ জন মৎস্যজীবীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪
দেশ ডেস্ক:: ভারতীয় সমুদ্র সীমায় প্রবেশ করে মৎস্য শিকারের অভিযোগে ধৃত ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
গত ১০ ডিসেম্বর দুটি মাছ ধরার জাহাজ সহ ৭৮ জন মৎস্যজীবীকে আটক করেছিল ভারতের উপকূল রক্ষী বাহিনী । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ওড়িশার পারাদীপ বন্দরে নিয়ে আসা হয়।
সেখানে তাদের পুলিশ, উপকূল রক্ষী বাহিনী ও অন্যান্য এজেন্সির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পারাদীপ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সন্তোষ জেনা সাংবাদিকদের জানান, ধৃতদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের বাংলাদেশের কাছে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত তাদের সীমানায় নিয়ে গিয়ে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।