ক্যাম্পেইন কমিটি ফর ফুললি ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রাডফোর্ডে শাখা গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪
ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে ব্রাডফোর্ডে সভা ও ক্যাম্পেইন কমিটির শাখা গঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর সোমবার ব্রাডফোর্ডের মানিংহাম এলাকার শাপলা কমিউনিটি হলে এই সভা হয়।
সভায় হাজী মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে ও বাবরুল হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পেইন কমিটির আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী ।
শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা জাহাঙ্গীর আলম খাঁন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এম এ রব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, মোহাম্মদ আলী সালেহ, মোহাম্মদ ইলিয়াস আলী, ভিপ ম্যানেজার লোকমান মিয়া, আশরাফ মিয়া ,হেলাল আহমদ, জমির উদ্দিন, এন টিভির সাংবাদিক সরওযার হোসেন, মোঃ হুশিয়ার আলী, চ্যানেল এস এর প্রতিনিধি নূরে আলম রব্বানী ,লুৎফুর রহমান ও তোফাজ্জল আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর খান, মোঃ ফরিদ মিয়া, আব্দুল মতিন, হাফিজ ফারুক আহমদ, মোঃ হারুন মিয়া, আরশাদ আলী, সদিকুল ইসলাম, মো. মোকতাদির আলী, আব্দুল কাইয়ুম, লয়লু মিয়া, আনছার মিয়া, হুমায়ুর রহমান, সাইফুল আলম, সানাউল হক, আবির আহমদ, এফ রহমান শাহা, হাছিব আলী, জামাল আলী, আমিনুল ইসলাম, সমসুউদ্দিন, সাদ মিয়া, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইয়াছির প্রমুখ।
সভায় ক্যাম্পেইন কমিটি ফর ফুললি ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রাডফোর্ডে শাখা গঠন করা হয়। সভায় হাজী মোহাম্মদ আলী সালেহকে আহবায়ক, বাবরুল হোসেন বাবুলকে মেম্বার সেক্রেটারী ও সমসু মিয়াকে অর্থ সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু ,হাই কমিশনের মাধ্যমে এন আইডি কার্ড প্রদান ,পাওয়ার অব এটরনি প্রদানের বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ও প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি