সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ : দুইযুগ পর পৈতৃক সম্পত্তি উদ্ধার হলেও ফের দখলের হুমকি
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪
দুইযুগ পর সেনাবাহিনীর হস্তক্ষেপে যুক্তরাজ্য এক প্রবাসীর বাড়ি ও পৈতৃক সম্পত্তি উদ্ধার হলেও ফের তা দখলে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপন মামাতো ভাই শেফু মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ কালাম উল্ল্যাহ।
গত রবিবার স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সাংবাদকিদের কাছে এমন অভিযোগ করেন। এতে তিনি চরম আতঙ্কে রয়েছেন বলে জানান। মোহাম্মদ কালাম উল্ল্যাহ সিলেটের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের আটঘর গ্রামের মৃত এবারত উল্ল্যাহর ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, কোষাধ্যক্ষ এনামুল আলম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান মুজিব, আব্দুল মোহিত গাজী, নুরুল হক চৌধুরী, ইউসুফ খান,আব্দুল মোছবির, নাঈমুর রহমান চৌধুরী, হিরন আলী, তোফাজ্জল হোসেন রুহেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ কালাম উল্ল্যাহ বলেন, তিনি যুক্তরাজ্যর স্কানতর্পে স্ব-পরিবারে বসবাস করেন। ১১ বছর বয়সে ১৯৮৫ সালে বাবার হাত ধরে লন্ডনে আসেন। বাবা মারা যাওয়ার পর কালাম মাকে নিয়ে দেশে আসা যাওয়া করতেন। দেশে তাদের ভাই বোনদের কেউ না থাকায় ২০১১সালে তাদের নিকট আত্বীয় আপন মামাতো ভাই শেফু মিয়াকে বাড়ীতে আশ্রয়সহ সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব দেয়া হয়। এই সুবাদে কালাম প্রবাস থেকে বিভিন্ন সময় টাকা পাঠাতেন মামাতো ভাই কেয়ার টেকার শেফু মিয়ার কাছে। এক পর্যায়ে প্রেরিত টাকার হিসাব চাইলে এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় ও শেফু প্রবাসী কালামের পরবিারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতে থাকে। এই ঘটনার পর থেকেই শেফু মিয়া এলাকায় তার নিজস্ব প্রভাব বিস্তার করে প্রবাসী কালামের হাওরের জমি বন্ধকসহ বসত বাড়ীর বিভিন্ন জাতের গাছ জোরপূর্বক কেটে বিক্রি করেন। কেয়ার টেকার শেফুর এসমস্ত কান্ড জানতে পেরে কালাম উল্লাহ তার মালিকানাধীন দুটি বাড়ির চাবি ফেরত ও বাড়ি ছাড়ার তাগিদ দিলে তার পরিবারকে দেশে না আসার জন্য হুমকি দেয়। কিছুদিন পর কালাম উল্লাহ তার পরিবারের সদস্যরা দেশে এসে বাড়ীতে উঠার চেষ্টা করে ব্যার্থ হয়ে বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্প কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন হুমায়ুন স্থানীয় আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান ও পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজন খান ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় প্রবাসী মোহাম্মদ কালাম উল্লাহর নিকট চাবি হস্তান্তর করে বাড়ী-ঘর বুঝিয়ে দেওয়া হয়।
মোহাম্মদ কালাম উল্ল্যাহ অভিযোগ করেন, কেয়ার টেকার শেফু বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দিচ্ছে যে, আমি লন্ডনে চলে আসায় সে আমার জায়গা জমি ও বাড়িঘর পুনরায় দখল করে নিবে। আমার সম্পত্তি দেখাশুনা করার জন্য দেশে বিশ্বস্ত কোনো লোক নাই। আমি তার হুমকি-ধমকির কারণে চরমভাবে শঙ্কিত। এই ঘটনায় তিনি ন্যায় বিচার চেয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।