ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর রবিবার লন্ডনের একটি হলে এই সভা হয়।
এতে সংগঠনের সভাপতি জনাব তছউর আলী’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম, মহিলা সম্পাদক নাজিয়া আক্তার রেবিন, বিনোদন সম্পাদক রহিম উদ্দিন মুক্তা, আপ্যায়ন সম্পাদক মিসবাহ উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য হেলাল আহমেদ, রোকসানা পারভীন জোছনা, তাজুল ইসলাম, আব্দুল কাদির প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২০ অক্টোবর রবিবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, পুনর্মিলনী ও এজিএম উপলক্ষে দুটি উপকমিটি গঠন করা হয়েছে।
প্রস্তাবিত গঠনতন্ত্রের উপকমিটির প্রধান করা করার জন্য সহ সভাপতি সেলিম উদ্দিন চাকলাদারের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। পরবর্তীতে সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম অনুষ্ঠান উপকমিটির নাম প্রস্তাব করেন। সেটা ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবিত গঠনতন্ত্র অন্য সদস্যরা হলে তছউর আলী।শামীম আহমদ। মুজিবুর রহমান। আজন উদ্দিন নাজমুল ইসলাম নুরু, মাহমুদুর রহমান শানুর, আবুল হাসনাত নাইস ফরিদ আহমদ, ময়নুল ইসলাম।
অনুষ্ঠান উপকমিটির সদস্যরা হলেন তছউর আলী, নাজমুল ইসলাম নুরু, সেলিম উদ্দিন চাকলাদার, দেওয়ান নজরুল ইসলাম, মাহমুদুর রহমান শানুর, ফরিদ আহমদ, কাওসার আহমেদ জগলু, হেলাল আহমেদ, শাহরিয়ার আহমেদ সুমন, মিসবাহ উদ্দিন আব্দুল কাদির (নগর) আব্দুল কাদির (রায়গড়), রহিম উদ্দিন মুক্তা, বুরহান উদ্দিন, আলী রাজা, শামীম আহমেদ, তাজুল ইসলাম, কবির আহমেদ খান তায়েফ, সুলতান আহমদ ইমন, শাহাদত সায়েম, মাহবুব হোসেন, শাহরিয়ার রহমান জুনেদ, রোকসানা পারভীন জোছনা, নাজিয়া আক্তার রেবিন, কামরুজ্জামান চাকলাদার, জিলাল উদ্দিন, শেলু আহমদ, খালেদ আহমেদ, রসুম জসিম উদ্দিন, আজিজুর রহমান, আব্দুল কাইয়ুম কানু, এমদাদুল হোসেন জগলু, তাজ উদ্দিন। এছাড়া সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুণীজন সম্মাননা পদক দেওয়ার জন্য প্রস্তাব করেন দেওয়ান নজরুল ইসলাম। পরে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি