১৩ অক্টোবর লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট : সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪
লন্ডন, ৬ অক্টোবর ২০২৪: প্রতি বছরের মতো এবারও লন্ডন বাংলা প্রেস ক্লাবের আনন্দঘন মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর রোববার । টুর্নামেন্টকে ঘিরে দেশজুড়ে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রেস ব্রিফিং।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, প্রধান স্পনসর ওয়ার্ক পার্মিট ক্লাউডের পক্ষে শাহীন আলম সানি ও পাঁচ ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারি তোফাজ্জল আলম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধা ও টিম স্পনসর শরীফুল ইসলাম।
এতে লিখিত বক্তব্যে রুপি আমিন জানান, আগামী ১৩ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টেপনি গ্রীন ফুটবল পিচে (Stepney Green London E1 3NG) এবারের টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে হবে । এবারের টুর্নামেন্টে লন্ডনের মিডিয়া হাউসগুলো থেকে ৭টি এবং মিডল্যাণ্ডসের মিডিয়া হাউসগুলো থেকে ১টি সহ মোট ৮টি টিম অংশগ্রহণ করছে । টিম গুলো হচ্ছে- বিঅনটিভি ইউকে, বাংলা পোস্ট, চ্যানেল এস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড, এসপি ইউনাইটেড, ইউকে বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও সাপ্তাহিক দেশ ।
টিম এবং জার্সির কালার লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে । প্রতিটি টিমের ম্যানেজার, ক্যাপ্টেন, টিমের কর্মকর্তা, সাংবাদিক, লন্ডন স্পোর্টিফের কর্মকর্তা এবং স্পন্সরদের উপস্থিতিতে ড্র’র মাধ্যমে টিমের গ্রুপ নির্ধারণ করা এবং কোন টিমের সাথে কোন টিম প্রথম পর্যায়ে খেলবে এবং কোন নিয়মে খেলা পরিচালিত হবে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয় । এ গ্রুপে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ( জার্সি কালার হোয়াইট), এসপি ইউনাইটেড (পারপোল), বাংলা পোস্ট ( অরেঞ্জ), ইউকে বাংলা ফ্রেন্ডস (গ্রে)।
বি গ্রুপে খেলবে- ওয়ান বাংলা (ব্লু), চ্যানেল এস ( রেড), উইকলি দেশ ( গ্রীন) ও বিঅন টিভি (ইয়োলো)। এবারের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে উপকমিটিতে রয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী , ট্রেজারার সালেহ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইন, আইটি সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, নির্বাহী সদস্য শাহিদুর রহমান সুহেল, জাকির হোসেন কয়েস ও ফয়সল মাহমুদ।
প্রেস ব্রিফিংয়ে টিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিঅনটিভি ইউকের পক্ষে সেলিম উদ্দিন, বাংলা পোস্টের পক্ষে সালেহ আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে খিজির হায়াত খান কাওসার, এস.পি ইউনাইটেড এর পক্ষে কাইয়ুম আব্দুল্লাহ, ইউকে বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর পক্ষে রুহুল আমিন, উইকলী দেশ-এর পক্ষে বাতিরুল হক সর্দার ও চ্যানেল এস টিমের পক্ষে রেজাউল করিম মৃধা।
টুর্নামেন্টের মূল স্পনসর হচ্ছে, ওয়ার্ক পারমিট ক্লাউড (ডাব্লিউপিসি), শেফ অনলাইন ও পাঁচ ভাই রেস্টুরেন্ট। টিমগুলোর স্পনসর হিসেবে রয়েছে- ইউকে বাংলা মার্কেট প্লেস, রুপালি এক্সপ্রেস, এক্সেল টিউটর, কিংডম সালিসিটর্স, রিয়া মানি ট্রান্সফার, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী, ফিস্ট এন্ড মিষ্টি, ফিস্ট এক্সপ্রেস, বাংলা কাগজ ও ভিন্টেজ এক্সিডেন্ট ম্যানেজমেন্ট ।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শুধুমাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরাই খেলায় অংশ গ্রহন করতে পারবেন । টুর্নামেন্ট আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় থাকবে লন্ডন স্পোর্টিফ ক্লাব । লন্ডন স্পোর্টিফের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফরহাদ উদ্দিন ও ডিরেক্টর আতিকুর রহমান । প্রেস ব্রিফিংয়ে তারা টুর্নামেন্টের সংক্ষিপ্ত নিয়মাবলী তুলে ধরেন।
১. প্রতিটি টিম প্রথম পর্যায়ে ৩টি খেলা খেলবে । ২. পয়েন্ট এবং গোলের ব্যাবধানে ৪টি টিম থেকে ২টিম সেমিফাইনালে যাবে। ৩. অপর গ্রুপ থেকে একইভাবে ৪টি টিম থেকে ২টি টিম সেমিফাইনালে যাবে। ৪. সেমিফাইনালে এ গ্রুপের ১, বি গ্রুপের ২ এবং বি গ্রুপের ১ এর সাথে এ গ্রুপের ২ খেলা হবে। ৫. দুই গ্রুপের বিজয়ী টিম ফাইনাল খেলবে। ৬. ফাইনালে যে দল বেশী গোল করবে সেই দল হবে চ্যাম্পিয়ন, পাবে ট্রফি এবং ৫০০ পাউন্ড ক্যাশ মানি এবং রানার্স আপ পাবে ট্রফি সহ ২৫০ পাউন্ড ক্যাশ মানি । ৭. প্রথম পর্বের খেলা হবে ১০ মিনিট করে । কোনো বিরতি থাকবেনা । ৮. সেমিফাইনাল খেলা হবে ২০ মিনিট (১০+১০) । ৫ মিনিট বিরতি থাকবে ।৯. ফাইনাল খেলা হবে ২০ মিনিট (১০+১০)। ৫ মিনিট বিরতি থাকবে । ১০. নির্দিষ্ট সময়ের মধ্যে গোল না হলে ট্রাইবেরেকারের মাধ্যমে খেলা শেষ হবে। ১১. ৭এ সাইড খেলায় প্রতিটি টিম থেকে ৭ জন খেলতে পারবেন। ১২. ১৩. সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোল দাতার জন্য রয়েছে আলাদা আলাদা ট্রফি ও ১৪. চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের সকল খেলোয়াড় এবং স্পন্সরদের জন্য রয়েছে মেডেল।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ফুটবল কাপ ২০২৪ সুষ্ঠূ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।