আনন্দঘন আয়োজনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪
বিখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্রার্টফোর্ডের আপন এভনে গত ২৮ জুলাই রোববার অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সামার ট্রিপ ২০২৪। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোড থেকে তিনটি বাসে করে ক্লাবের সদস্যরা সপরিবারে যাত্রা শুরু করেন । সকাল পৌনে ১১টায় তিনটি বাস শেক্সপিয়ারের বাড়ির উদ্দেশ্যে হোয়াইটচ্যাপেল ত্যাগ করে । বাসে উঠার আগে প্রত্যেকের হাতে ‘রাধুনী’র পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্নাক্সস ব্যাগ তথা সকালের নাস্তা।
পৃথকভাবে তিনটি বাসের তত্ত্বাবধানে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, আইটি সেক্রেটারি মোঃ হান্নান, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, ইসি মেম্বার ফয়সল মাহমুদ ও জাকির হোসেন কয়েস।
যাত্রা পথে তিনটি বাসেই চলে গান ,কবিতা, ধাঁধা ও হাস্যরসাত্মক গল্পকথা । দুপুর আড়াইটার দিক স্ট্রার্টফোর্ডের আপন এভনে তিনটি বাস একসাথে পৌঁছে । ক্লাবের নর্থ ইংল্যান্ড এবং মিডল্যান্ডসের সদস্যরাও এবারের পিকনিকে স্বতঃস্ফূর্তভাবে সপরিবারে অংশগ্রহণ করেন। বিকেল পৌনে ৩টার দিকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
খাবারের তত্ত্বাবধানে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল। তাঁকে সহযোগিতা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের সভাপতি মুহাম্মদ মারুফ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সোহেল আমেদ চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হেসেন সহ আরো অনেকে । খাওয়া-দাওয়া শেষে অনুষ্ঠিত হয় খেলাধুলা।
এই পর্ব পরিচালনা করেন সাহিদুর রহমান সুহেল, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল এবং অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন। খেলাধুলার শুরুতেই ছিল নারীদের হাড়ি ভাঙ্গা। এরপর দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় বাচ্চাদের মার্বেল দৌড় । পুরুষদের জন্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী কাবাডি খেলা এবং সব শেষে ছিল দড়ি টানাটানি । খেলাধুলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী । বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ । সাথে ছিলেন সামার ট্রিপের মূল স্পন্সর বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের সভাপতি এস এম খালিক উদ্দিন ।
সবশেষে পড়ন্ত বিকেলে প্রেস ক্লাবের সদস্যরা বিশ্বখ্যাত কবি শেক্সপিয়ারের বাড়িসহ প্রাকৃতিক সৌন্দর্য-সমৃদ্ধ দৃষ্টিনন্দন আপন এভন শহর ঘুরে দেখেন । এরপর সন্ধ্যা ৭টায় সকলে ফিরে আসেন বাস পার্কিং পয়েন্টে। সারাদিনের হৈ হল্লুড় পেছনে ফেলে সন্ধ্যা সোয়া ৭টায় তিনটি বাস ছাড়ে লন্ডনের উদ্দেশ্যে। পথে চলে গান কবিতা কৌতুক । রাত ১০টায় লন্ডন ফিরে সকলে বিদায় নেন যার যার মতো করে। এবারের সামার ট্রিপে খাবার এবং খেলাধুলার সরঞ্জাম প্রদান সহ সকল পুরস্কারের স্পন্সর ছিল বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি।
উল্লেখ্য, ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের স্ট্র্যার্টফোর্ড-আপন-আ্যাভনে জন্ম নেওয়া উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার । তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার ভাবা হয়। ট্র্যাজেডি, কমেডি, ইতিহাসনির্ভর প্রায় ৪০টি নাটক, পৌনে ৪০০ কবিতায় সমৃদ্ধ–সফল সাহিত্যকর্ম রয়েছে। ১৫৬৪ সালে জন্ম নেওয়া এই বিশ্বখ্যাত কবি পৃথিবী থেকে বিদান নেন ১৬১৬ সালের ২৩ এপ্রিল । সংবাদ বিজ্ঞপ্তি