সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মেসবাহ আহমদ এমবিইকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪
মানুষ মানুষের জন্য ফাউণ্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মেসবাহ আহমদ এমবিইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল রবিবার পশ্চিম লন্ডনের কুইন্স পার্ক এলাকার থারড এভিনিউয়ের ‘দি হ্যাপী হাব’ সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ বকস নাজমুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিবিসিই’র প্রেসিডেন্ট সাইদুর রহমান রেণু, সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, বিবিসিইর ডাইরেক্টর শাহনুর আহমদ খান, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ, সাংবাদিক মিছবাহ জামাল, কাউন্সিলার শিফা হক ও সুরমা সেন্টারের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ।
সভায় অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল হান্নান, শাহজাহান খান, রেফুল মিয়া, সাংবাদিক তোফায়েল আহমদ, মইনুল ইসলাম, কবির আহমদ খলকু, জামাল আহমদ, আব্দুল মোহিত, নজরুল খান, আনকার মিয়া প্রমুখ।
সভায় বক্তারা মেসবাহ আহমদ এমবিই খেতাব লাভ করায় অভিনন্দন জানান ও তাঁর বিভিন্ন সমাজসেবামূলক কাজের ভূঁয়শী প্রশংসা করে বক্তারা বলেন, মেসবাহ আহমদ এমবিই নতুন প্রজন্মের জন্য একজন রোল মডেল। তিনি লণ্ডন টাইগারস প্রতিষ্ঠা করে খেলাধুলার মাধ্যমে শত শত যুবককে ড্রাগস ও অপরাধমূলক কাজ থেকে রক্ষা করেছেন। মেসবাহ আহমদের মরহুম পিতা কমিউনিটি নেতা হাফিজ উদ্দিনের মারলিবন বাংলাদেশ সোসাইটি গঠন ও বিভিন্ন সমাজসেবমূলক কাজ স্মরণ করে রুহের মাগফিরাত কামনা করেন। সভায় বক্তারা জীবন জীবনের জন্য ফাউণ্ডেশনের বাংলাদেশে প্রতিবন্ধিদের নিয়ে যে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন ও সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধিত অতিথি মেসবাহ আহমদ এমবিই তাঁকে এ সম্মান প্রদর্শন করায় অশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর পিতার পদাঙ্ক অনুসরন করে তিনি আজীবন সমাজের কল্যানে বিশেষ করে যুব সমাজের উজ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাবেন। পরে ফাউণ্ডেশনের পক্ষ থেকে মেসবাহ আহমদ এমবিইকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় । বিপুল সংখ্যক মানুষ সভায় উপস্থিত ছিলেন। পরে সবাইকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

