সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৪
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পুলিশ ইন্সপেকটর আহবাব মিয়া।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কেবিনেট মেম্বার কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,জিএসসি’র কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান,কাউন্সিলর সুলুক আহমদ, বিশিষ্ট শিল্পপতি এবং রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইছ, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান,সাবেক জজ ব্যারিস্টার এনামূল হক,শিক্ষাবিদ সিরাজুল বাসিত,সম্ভবাব্য এমপি পদপ্রার্থী তাহসিন আকুনজী।
মাওলনা আবু সাদেকের পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সামাজিক ইতিবাচক ভূমিকা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রব, অ্যাডভোকেট আমীর উদ্দীন ,মজির উদ্দীন, ইকবাল হোসেন, আবুল মনসুর রুমেল, সফিক আহমদ, অধ্যাপক ফারুক আহমদ, সুফি সুহেল প্রমুখ। শেষে সমগ্র মুসলিম উম্মাহর মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলনা আবদুল ওয়াদুদ। সংবাদ বিজ্ঞপ্তি

