বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৩
দেশ ডেস্ক:: রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেল।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই পুলিশ কনস্টেবল দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় ছিলেন। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট তার মাথায় লাগে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ কনস্টেবলের নাম জানা যায়নি।
এসিকে, রাজধানীতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ১৯ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

