বাংলাদেশ জমিয়ত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে লন্ডন মহানগর জমিয়তের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩
বাংলাদেশ জমিয়ত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে লন্ডন মহানগর জমিয়তের শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন বুধবার লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি, এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ও হবিগঞ্জ জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হকের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, ব্রিটেনে ইসলামের সুমহান বাণী এবং মুসলমানদের ঈমান আকিদা সংরক্ষণ ও ইসলামের সঠিক শিক্ষা সমাজের সর্বস্তরের পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যেতে হবে। এজন্য হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সংগঠন ইউরোপ জমিয়তের নেতৃত্বে সকল জমিয়ত নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক সাহেব, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, হাফিজ মাওলানা মুবারক আলী, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা মামনুন মুহিউদ্দীন, মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোসাইন, হাফিজ মাওলানা মাছুম আহমদ, নিউহ্যাম শাখার সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন, মহানগরীর যুব-বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, সহ যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফুজাইল আহমদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহসভাপতি মুফতি আজীম উদ্দিন, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক পাদক মুফতি ফয়জুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল আলম, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রাহমান, নির্বাহী সদস্য হাজী আরকুম আলী, হাজী বদরুল হক চৌধুরী, টাওয়ার হ্যামলেট শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ নোমান, হেকনী শাখার সহসভাপতি হাজী জুবায়ের আহমদ, পপলা শাখার সহসভাপতি হাজী আবু সাঈদ চৌধুরী, শেডওয়েল শাখার সেক্রেটারী হাজী আব্দুল খালিক, মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

