সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ধরতে কাজ চলছে: র্যাব
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩
দেশ ডেস্ক:: জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের ধরতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কাজ করছে বলে জানিয়েছেন এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
শুক্রবার (১৬ জুন) কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। র্যাব সদরদফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম। এ সময় ১০-১২ দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।
পরদিন (১৫ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ছজনকে আটক করেছে।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নাদিমের। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

