গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ পিকনিক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউকের আয়োজনে বার্ষিক পিকনিক সম্পন্ন হয়েছে। গত ১৩ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলি পার্ক থেকে সকাল ১১ টায় মার্গেটের উদ্দেশ্য রওয়ানা দেন বৃটেনের বিভিন্ন প্রান্তে বসবাসরত গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউকের সদস্যবৃন্দরা। যাত্রা পথে গাড়িতে এক ব্যাতিক্রমী আলোচনা ও সাংকৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় এবং মিছবা উদ্দিনের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোলায়মান রাহী। এসময় তেলাওয়াত প্রতিযোগীতা, গজল, গান ও কৌতুক পরিবেশন করেন সংগঠনের সদস্যবৃন্দ।
গন্তব্যস্থানে পৌঁছানোর পর সাগর পাড়ে অনুষ্ঠিত ফুটবল, হাডুডু ও হাডিভাঙা দারুণ উপভোগ করেন সকলে। মধ্যাহ্ন ভোজের পর ফেরার পথে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দীয় সভাপতি হাফিজ আব্দুল মুমিন, উপদেষ্টা ওয়ারিছ আলি, সহ সভাপতি হেলাল আহমদ, টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি নূরুল আমিন, উপদেষ্টা ইসুফ আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, হাফিজ সদর উদ্দিন, হেলাল আহমদ, এখলাছুর রহমান প্রমুখ।
বক্তারা অবহেলিত গোয়াইনঘাটকে এগিয়ে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউকের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

