সিলেটে অস্ত্রের মহড়া : কাউন্সিলর প্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩
দেশ ডেস্ক:: প্রতিপক্ষ প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কারণে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় ইসি। আফতাব ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ইসির এ সিদ্ধান্তের ফলে ২১ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ঘুড়ি প্রতীকের এই প্রার্থীর ভোট করা হচ্ছে না। তবে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। ইসি সূত্র এসব তথ্য জানিয়েছে।
সিলেটের সুবিদবাজার দিঘীরপাড়ে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ বাড়ির সামনে অস্ত্র হাতে আফতাবের মহড়া দেওয়ার ছবি-ভিডিও সংবাদমাধ্যমে এসেছিল। ওই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আফতাবকে ঢাকায় তলব করে। বুধবার নিজের বক্তব্য নিয়ে আফতাবকে তার বিরুদ্ধে অভিযোগের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।
শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, মামলা, এজাহার, ভিডিও ফুটেজ ও প্রার্থীর আইনজীবীদের বক্তব্য শুনে প্রতীয়মান হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তার প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, নির্বাচনি আচরণ বিধিমালার ৩০ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য আফতাবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অস্ত্র, অর্থ, পেশি শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আফতাব হোসেন খান। তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছি।

