লন্ডন প্রবাসীর বাবা-মাকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটে নিল ডাকাতরা
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩
দেশ রিপোর্ট:: টাঙ্গাইলের ভূঞাপুরে এক লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়িতে ঢুকে প্রবাসীরা বাবা-মাকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।
গত ২৮ মে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বাহাদিপুর এলাকায় লন্ডনপ্রবাসী মেহেদী হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে।
পরিবারের দাবি, ডাকাতদল ঘরের আলমিরাতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা লুট করেছে।
ডাকাতদের হামলায় আহতরা হলেন প্রবাসী মেহেদী হাসানের বাবা উপজেলার বাহাদিপুর এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) এবং মা স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেনা সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পক্সগু হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্ত্রী ও তার বৃদ্ধ মা বাড়িতে বসবাস করেন। তাদের দুই ছেলের মধ্যে মেহেদী হাসান লন্ডন প্রবাসী। অপর ছেলে ঢাকায় একটি মাদরাসায় পড়াশুনা করে। ঘটনার দিন রোববার গভীর রাতে বিল্ডিংয়ের বারান্দার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে ডাকাতির সময় শব্দ হওয়ায় ওই সেনা সদস্যের ঘুম ভাঙে। পরে ডাকাতির কাজে বাঁধা দেওয়ায় শামছুল হককে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ঘরের স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।
ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এতে গুরুতর আহত সেনা সদস্যকে ঢাকার পক্সগু হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে লন্ডন প্রবাসী ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে ঢুকে তার বৃদ্ধ বাবা-মাকে কুপিয়ে ডাকাতির ঘটনায় লন্ডন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির লোকজন ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
পাশাপাশি তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, দেশে প্রায়ই প্রবাসী বা তাদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় ভুক্তভোগী প্রবাসী বা তার পরিবার কোনো ন্যায় বিচার পাচ্ছে না। যার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এসব অনেক প্রবাসীরা দেশে যাচ্ছেন না। তারা বলেন, লন্ডন প্রবাসী ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে ঢুকে তার বাবা-মাকে কুপিয়ে ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা লুট করেছে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত কোনো ডাকাতকে পুলিশকে গ্রেপ্তার করতে পারেনি। এতে পুলিশের অবহেলা রয়েছে। যা অত্যন্ত দু:খজনক। তারা অনতিবিলম্বে অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

