তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩
দেশ ডেস্ক:: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
পরে আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় গত ৫ জানুয়ারি দুজনের সম্পদ ক্রোকের আদেশ দেন। এর আগে গত বছরের ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুদক। পরের বছর এই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক।
২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও দুর্নীতির মামলায় দণ্ডিত এক যুগের বেশি সময় ধরে সপরিবার লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।

