গ্রেটার দাওরাই অ্যাসোসিয়েশন জিডিসিএ ইউকের স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও ফ্যামিল রি-ইউনিয়ন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩
গ্রেটার দাওরাই অ্যাসোসিয়েশন জিডিসিএ ইউকের স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও ফ্যামিল রি-ইউনিয়ন সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর থানার দাওরাই গ্রামের যুক্তরাজ্য বসবাসরত বিপুল সংখ্যক দাওরাইবাসীর উপস্থিতিতে গত ৩০ মে রবিবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের কমিউনিটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিবার্হী মেয়র,কাউন্সিলার ,সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ ও ছাত্রাছাত্রীরা অংশ নেন। এতে ভালো ফলাফলের জন্য ডিগ্রী পর্যায়ে ৭টি, এ লেভেল ৩টি ও জিসিএসিতে ৮ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন জিডিসিএ’র চেয়ারম্যন আমির হোসাইন। সংগঠনের সেক্রেটারি জেনারেল আলিম উদ্দিন খান ও সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মাহবুব হানিফ ইসলামের যৌথ সঞ্চালনায় ও তারিফ খান এবং কয়েছ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নিবার্হী মেয়র লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে জিডিসিএর এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। কারণ দাওরাইবাসী তাদেরকে শেকড়ের সাথে যোগাযোগ সম্পর্ক বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করেছে। তিনি কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কাউন্সলার বদরুল চৌধুরী, এলএমসির চেয়ারম্যন আইয়ূব খান ও পরিচালক দেওয়ার হোসেন খান,আরজু মিয়া এমবিই,সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যন আনিস আলী, ভাইস চেয়ারম্যন শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রাজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, সংগঠনের ডেপুটি ট্রেজারার মশিউর রহমান রাজা, ইয়থ সেক্রেটারি কয়েছ মিয়া, তাজুল ইসলাম, মইন উদ্দিন খান, শাহ আজমল আলী শিপু, হোসেন খান, কহিরুল ইসলাম সরাজ, কামাল হোসেন, হেলাল আমিন প্রমুখ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

