লন্ডনে ঝালকাঠি জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
লন্ডনে ঝালকাঠি জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার ইস্ট লন্ডনের বারাকা রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ব্যবসায়ী মহিউদ্দীন মনজুরের সঞ্চালনায় ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জগলুল খান ফিলিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ ইউকে শাখার সভাপতি আর. এ. ফাউন্ডেশনের চেয়ারম্যান রহমত আলী, ইমতিয়াজ এন্ড কো এর কর্ণধার বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী মো. ইমতিয়াজ হোসাইন, ব্যাংক অব ইংল্যান্ড এর সিনিয়র অফিসার জিয়াউল ইসলাম, বাংলা চলচিত্রের জনপ্রিয় অভিনেতা জিয়া তালুকদার; ব্যারিস্টার ও সলিসিটার মো. কামাল হোসেন. বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আকতার হোসেন, জয়নাল আবেদীন।
সভায় আরো উপস্থিত ছিলেন খাদিজা বন্যা, রাজনীতিবীদ জিয়াউর রহমান, সাইদুল ইসলাম, সালমা বেগম, সাম্মী, মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট আইনজীবী মোঃ এনাম আসগর, আইনজীবী শাহ নেওয়াজ, আইনজীবী ওহিদুল ইসলাম অপু, মহিউদ্দিন আহমেদ, নাজমুস সাকিব ফরায়েজী প্রমুখ।
সভাপতির বক্তব্যে আইনজীবী মনিরুজ্জামান আশা প্রকাশ করে বলেন, ইংল্যান্ডে বসবাসরত সকল ঝালকাঠিবাসীর অংশগ্রহণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সংগঠনটি সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনজুর ইংল্যান্ডে বসবাসরত সকল ঝালকাঠিবাসীকে স্বতঃস্ফুর্ততার সাথে সংগঠনটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সংগঠনটি ঝালকাঠিবাসীর জন্য বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চা চক্রের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ঝালকাঠি সমিতি ইংল্যান্ডে বসবাসরত ঝালকাঠীবাসীদের নিয়ে গঠিত। এটি একটি অলাভজনক সংগঠন। যা ঝালকাঠির উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ ও ঝালকাঠিবাসীদের নিয়ে একসাথে কাজ করার মানসিকতা নিয়ে গঠিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

