বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা এডুকেশন ট্রাস্টের ইউকের সানফ্লাওয়ার গ্রুপের দোয়া ও ইফতার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
বৃটেনে বসবাসরত বালাগঞ্জ-ওসমানীনগর এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা এডুকেশন ট্রাস্টের ইউকের সানফ্লাওয়ার গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতে গত ১০ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের একটি হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ইফতার মাহফিলে যোগ দিতে বিকাল থেকে বৃটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা জড়ো হন।
ইফতারের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা মো: আনহার মিয়া।
মোতাহির আলী সুহেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান বদরুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি আজাদ বকত চৌধুরী, সাবেক সভাপতি নুরুল হক মিয়া, নুর আলী, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান রবিন পাল, ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক সাধারণ স¤পাদক সাদ মিয়া, হান্নান মিয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহনুর মিয়া। তিনি মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে মহান আল্লাহ তায়ালার কাছে বিশ্বের শান্তি কামনা করেন মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

