সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩
সিলেট সিটি ক্লাব ইউকের নতুন কমিটির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ এপ্রিল বুধবার ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সিটি ক্লাবের সদস্যবৃন্দ এবং অতিথিদের ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা।
এতে সিলেট সিটি ক্লাব ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপুর পরিচালনায় ইফতারের পূর্বে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দোয়া ও মোনাজাত পাঠ করেন ক্লাবের ওভারসিজ সদস্য সুইডেন প্রবাসী মুসান্না আহমদ।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান সাবুল ও জাকির হোসেন, দেলোয়ার আহমেদ, সায়েক সওদাগর, সেলিম হোসেন, শাহিন মোস্তফা, মুবিন চৌধুরী, আবদুল মুমিন, মুরাদ আহমদ, আশরাফ গাজী, সাবের চৌধুরী মহসিন, শিপার আহমদ বাবলা, মশিয়ূর রহমান সুহেল, নুরুল আমিন খোকা, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, জিলান আহমদ, ছালেহ গাজনবী, শহীদুল ইসলাম মামুন, ইয়ামিনুর রহমান রুবেল, সুজাত আহমেদ, এলাহী বকস এনাম, মহান চৌধুরী, মিজানুর রহমান মিজান, জিহাদ সালাউদ্দিন মামুন, কামাল চৌধুরী, আমির খছরু, লায়েক আহমদ, এমরান আহমেদ, জিয়াউল ইসলাম জিয়া এবং আব্দুল্লাহ বাপন। অতিথিদের মধ্যে ছিলেন নিয়াজ চৌধুরী, আমিনুর আকরাম, নুর হোসেন, এডভোকেট তালহা, রওশন আহমদ ও আনোয়ার হোসেন টিপু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

