বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ এপ্রিল মঙ্গলবার লন্ডনের হোয়াইটচ্যাপেল এর মাইক্রো বিজনেস সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বড়লেখা উপজেলার সর্বস্তরের সুধীজন, কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ ও পরিচিতজনরা অংশ নেন।
ইফতার মাহফিলের পূর্বে রোজার তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা খায়রুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ মুহাম্মাদ আব্দুল্লাহ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ও কাউন্সিলর সাফি আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলা টিভির সাংবাদিক শাহী আহমদ (প্রধান), বড়লেখার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের নির্বাহী পরিষদের সদস্য নাজিম উদ্দিন, আব্দুল মুমিন (বেলাল), হাসান পারভেজ রাসেল, মোহাম্মদ হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, ইলিয়াস আহমদ, আবুল কাসেম, ফয়সল উদ্দিন, আবুল আহাদ, কাজল সরকার, লিটন আহমদ, সালাউদ্দিন এনাম, হোসাইন আহমদ, পীরজাদা হোসাইন আহমদ, আহমদ জুবায়ের লিটন, সেলিম উদ্দিন, লিয়াকত খান, সলিসিটর নাসির উদ্দিন, ব্যারিস্টার আব্দুল জব্বার, সোহরাব হোসাইন, ইউনুস আহমদ, শাহাব উদ্দিন, বদরুল হক, কাইয়ুম চৌধুরী, নাজমুল ইসলাম, ফজলুল হক, শামীম আহমদ, শাহেদ আহমদ, রাজু , আলিম উদ্দিন, আকবর হোসাইন, বুরহান, আজহার, সাইদুর রহমান, ফখরুল ইসলাম, নুরুল হক, কাওসার আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

