শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। গত ২৯ মার্চ এই ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াতের পর ইসলামি নাশিদ গেয়ে শুনান এবং ‘জান্নাতের সৌন্দর্য’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন।
এতে স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাকদের সঙ্গে ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান, টাওয়ার হ্যামলেটস স্কুল এটেনডেন্স অফিসার এমদাদ রহমান এমবিই এবং অভিভাবক মাওলানা শেখ নাসির অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

ইমাম আবুল হোসাইন খান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই কমিউনিটির নেতা হওয়ার জন্য নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। জনাব এমদাদ রহমান তাঁর বক্তব্যে চ্যারিটি কাজের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, দান হয়তো খুব ছোট্ট হতে পারে কিন্তু এর গুরুত্ব অপরিসীম। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ নাসির। ইয়ার এলেভেনের ছাত্র মাহিন আহমেদ এই ইফতার পার্টির আয়োজন করেছিলেন। তাকে আগের রাতে স্বেচ্ছাসেবক এবং কর্মীরা সহায়তা করেন।
স্কুলের অধ্যক্ষ আশিদ আলী রমজানের তাৎপর্য এবং কীভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে আরও ভাল হতে প্রস্তুত করে সে সম্পর্কে বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

