খালেদা জিয়া এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের মুক্তির দাবীতে গোল টেবিল আলোচনা
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মুক্তির দাবীতে গোল টেবিল আলোচনা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনে অবস্থিত ক্যাফে কর্নার রেস্টুরেন্টে গত ২৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুহাম্মাদ মোহিবুল্লুাহর পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় গোল টেবিল আলোচনা।
পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মো. মাহিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় আমার দেশ ইউকের নির্বাহী স¤পাদক অলিউল্লাহ নোমান বলেন, রমজান মাস হচ্ছে মানবতার বিজয়ের মাস। মক্কা বিজয় হয়েছিল কোন আলোচনার মাধ্যমে না, এমন কি কোন নির্বাচনের মাধ্যমেও না, বরং মক্কা বিজয় হয়ে ছিল গণ-সুনামীর মাধ্যমে বা গণ-বিপ্লবের মাধ্যমে। তিনি বাংলাদেশেও এমনই একটি গণ-সুনামি সংগঠিত করে মানুষের মুক্তির জন্য এবং মানবতার মুক্তির জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ ডলার বিশ্বাস বলেন, অবিলম্বে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের মুক্তি দিয়ে এবং তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা পূর্নবহালের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন করে দেশে গনতন্ত্র পূর্নপ্রতিষ্ঠা করার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাষ্টিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মাদ মুহিবুল্লাহ, সাংবাদিক মোঃ মাহবুব আলী খানশুর, ব্যারিষ্টার এ এম এ আরেফিন আশরাফ, অধ্যাপক ড. মোহাম্মাদ মঈনুল ইসলাম, মাওলানা শামীম, মানবাধিকার কর্মী মো. তরিকুল ইসলাম, যুবদল নেতা ও মানবাধিকার কর্মী মোঃ কামরুল হাসান রাকিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আপামর জনসাধারণ সাথে নিয়ে সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে সম্মিলিত ভাবে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরে বর্তমান ক্ষমতাশীন সৈরাচারী সরকারের পতন ঘটানোর মাধ্যমে গনতন্ত্রকে ফিরিয়ে আনার আহ্বান জানান। এছাড়াও বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও ড. শফিকুর রহমান সহ সকল জাতীয় নেত্রীবৃন্দকে মুক্তি দিয়ে বাংলাদশেরে মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গনতান্ত্রীক পরিবেশ ফিরিয়ে দিয়ে বর্তমান ক্ষমতাশীন সৈরাচারী সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিতে আহ্বান জানান।
প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন পিচ ফর বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী মোঃ আনিসুজ্জামান, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, নওশীন মুসতারী মিয়াসাহেব, মোঃ আমিনুল ইসলাম সফর, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রুকতা হাসান, মোঃ ইমাম হোসেন, সাজ্জাদ হোসাইন মিলন, এস এম রেজাউল করিম, সাংবাদিক ওমর ফারুক, ব্যারিস্টার আব্দুল্লাহ আল নোমান, মানবাধিকার কর্মী সাইফুর পারভেজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

