জাতীয় নির্বাচন হতে হবে নির্বাচনকালীন শেখ হাসিনা বিহীন নিরপেক্ষ সরকারের অধীনে : তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে সংবিধান কোনো বাধা নয়। শুধু সদিচ্ছার প্রয়োজন। দেশ স্বাধীন করার সময় সংবিধান বাধা হয়ে দাঁড়ায়নি। এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনেও সংবিধান বাধা হয়ে দাঁড়াবেনা।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২৬ মার্চ রোববার পূর্ব লন্ডনে দ্যা রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক এম এ মালিক।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপির কার্যনির্বাহী সদস্য ড. জালাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানি সোহেল, সলিসিটর ইকরামুল হক মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, মিছবাহউজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, মোশাহিদ আলী তালুকদার, যুক্তরাজ্য যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন ও আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি।
সভায় তারেক রহমান বলেন, দেশের প্রায় বারো কোটি ভোটার। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার তালিকায় প্রায় ২ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছিল। এই সব ভোটারদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কি, ২০১৪ সাল কিংবা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? আপনারা ভোট দিতে পারেননি কারণ ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ভোট ছাড়াই এমপি বানিয়ে দিয়েছিলো বেহুদা নির্বাচন কমিশন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের বেলায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তারিখ ছিল। কিন্তু ২৯ ডিসেম্বর দিবাগত নিশিরাতে জনগণের ভোট ডাকাতি করে গঠন করা হয়েছে নিশিরাতের সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল। এই কয় বছরে ভোটার তালিকায় দেশে আরো প্রায় দেড় কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। নতুন প্রজন্মের এই দেড় কোটি ভোটার ঐক্যবদ্ধ হলে আর বিনা ভোটে শেখ হাসিনার ক্ষমতায় থাকার খায়েশ পূরণ হবেনা। বারো কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে, আপনার ভোটের অধিকার কি ভোট ডাকাতদের কাছে সমর্পন করবেন নাকি নিজের ভোট দেয়ার অধিকার আদায়ের সংগ্রামে শামিল হবেন। ভোটাধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, সবাই নিজের ভোটের অধিকার প্রয়োগের প্রস্তুতি নিন। শপথ নিন ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব’। সংবাদ বিজ্ঞপ্তি

