নর্থাম্পটনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম :: ব্রিটেনের নর্থাম্পটনে রোহান শান্ড ফ্রেড নামের এক কিশোর দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। গত ২২ মার্চ বুধবার বিকাল ৩ টা ৩৫ মিনিটে নর্থাম্পটনের কিংসথপ এলাকার হারবরা রোডের কক হোটেলের সামনে এই ঘটনাটি ঘটেছে।
নিহত রোহান শান্ড ফ্রেড কিংসথপ কলেজের ইয়ার ইলেভেনের মেধাবী ছাত্র ছিলেন। নর্থাম্পটনের মতো শান্ত এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে দিবালোকে এ হত্যাকান্ডে কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার বিকালে কলেজ ছুটির পর রোহান শান্ড ফ্রেড হেঁটে বাড়ি ফিরছিলেন। নর্থাম্পটনের কিংসথপ এলাকার হারবরা রোডের কক হোটেলের সামনে পৌঁছার পর দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রোহান নিহত। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৪, ১৬, ২১ ও ৪৯ বছর বয়সী চারজনকে গ্রেপ্তার করেছে। কী কারণে রোহাস শানবডকে হত্যা করা হয়েছ তা জানা যায়নি। তবে ঘটনার কারণ জানতে নর্থা¤পটন শায়ার পুলিশ তদন্ত শুরু করেছে।

