যুক্তরাজ্যে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী উপলক্ষে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩
যুক্তরাজ্যে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান-২০২৩ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গত ৬ মার্চ সোমবার স্থানীয় স্টীফোর্ড সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সামসুন নূর চৌধুরী। সভার শুরুতে প্রধান উদ্যোক্তা প্রফেসর শাহানুর আহমদ খান পুর্নমিলনী সম্পর্কে গুরুত্ব বক্তব্য পেশ করেন।
সভায় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে লন্ডনে এক মনোজ্ঞ পুর্নমিলনীর আয়োজন করা হবে। উপস্থিত সবাই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও সমাপ্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অনেকেই ভিডিওকলে যুক্ত হয়ে গৃহীত সিদ্ধান্তগুলোতে সমর্থন জানান। এছাড়া পুর্নমিলনী মেলার প্রবেশ দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে বলে সভায় ঘোষণা করা হয়। তাছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বাড়াতে শীঘ্রই বৃহত্তকারে আরেকটি বর্ধিত সভার আয়োজন করা হবে। পাশাপাশি অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত জানতে ০৭৫৩৪ ৭৮৪৯৭৫ ও ০৭৯৬১ ৮৪০০৫০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সভায় অংশ নেন প্রফেসর শাহানুর আহমদ খান, আবুল লেইছ, মো. সাইফুল ইসলাম সায়েক, মো. জামান (এমরান), মো. মজাহিদ আহমদ লিটন, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল জালাল, আব্দুল মালিক, আব্দাল হোসেন, জুনেদ আহমদ প্রমুখ। পরে দোয়ার মাধ্যমে সভার সমাপ্ত হয়।
উল্লেখ্য, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠাকালীন সময়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা দেশ-বিদেশে থাকা সাবেক শিক্ষার্থীদের নিয়ে লন্ডনে এক মিলনমেলা করার প্রত্যাশায় দীর্ঘদিন ধরে আলোচনা ও পরামর্শ করে আসছেন। তন্মধ্যে প্রফেসর শাহানুর আহমদ খান এবং আবুল লেইছের নাম উল্লেখযোগ্য। পুর্নমিলনী অনুষ্ঠানকে সফলভাবে উদযাপন করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

