গ্রামার স্কুল ভর্তি পরীক্ষায় সিদরাতুল মুনতাহা সাবার কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩
সিদরাতুল মুনতাহা সাবা এবারের গ্রামার স্কুল ভর্তি পরীক্ষায় পাঁচটি স্কুলে (বারায়) পরীক্ষা দিয়ে পাঁচটিতেই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। বিশেষ করে ইস্টলন্ডনের একমাত্র গ্রামার স্কুল উডফোর্ড কাউন্টি হাইস্কুল ফর গার্লস-এ সাবা ১৩৩.৩৮ মার্কস পেয়ে প্রথম স্থান অর্জন করে সমগ্র পূর্ব লন্ডনে নিজ কমিউনিটির সবার নজর কেড়েছে। বর্তমানে সাবা নিউহ্যাম বারার সাউদার্ন রোড় প্রাইমারী স্কুলের ষষ্ঠ শ্রের্ণীর ছাত্রী।
সাবার এই ফলাফলে তার স্কুলসহপাঠী সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সবাই আনন্দিত। সাবা লন্ডনের নিউহ্যাম বারার বাসিন্দা এম নজমুল ইসলাম ও সৈয়দা শাহনাজ আক্তারের ছোট মেয়ে।
সাবা যুক্তরাজ্যের টপ পারফর্মিং স্টেট স্কুল দ্যা হেনরিয়েটা বার্নেট স্কুল-এ সর্বাচ্চ ব্যান্ড-এ অর্জন করেছে। এছাড়া ইস্ট লন্ডনের জনপ্রিয় স্কুল, রেডব্রিজ বারার উডফোর্ড কাউন্টি হাইস্কুল ফর গার্লস-এ সাবা প্রথম স্থান অর্জন করে। কেন্ট কাউন্টি কাউন্সিল-এ ৪১৬ মার্কস পেয়ে টপ র্যাংকিং এ রয়েছে। লন্ডন বারা অফ বেক্সলিতে সাবা ২৬১ পেয়ে টপ ১৮০-তে স্থান অর্জন করে নিয়েছে। সি.এস.এস.ই এসেক্স-এ ৩৯০ মার্কস পেয়ে প্রথম সারিতে আছে। উপরোক্ত পছাচটি স্কুল বারার মধ্যে সাবা যুক্তরাজ্যের টপ স্টেট স্কুল দ্যা হেনরিয়েটা বার্নেট স্কুলকেই প্রথম পছন্দের স্কুল হিসেবে বেছে নিয়েছে। যেখানে তার একমাত্র বোন মিফতাহুল জান্নাত নোভা দশম শ্রেণির ছাত্রী।
উল্লেখ্য, ২০১৯ সালে একইভাবে পাঁচটি স্কুলে (বারায়) পরীক্ষা দিয়ে পাঁচটিতেই ফলাফলের সারিতে প্রথমস্থান অর্জন করে মিফতাহুল জান্নাত নোভা কমিউনিটির সবার নজর কাড়তে সক্ষম হয়েছিল। এখন দুই বোন ইউকের টপ পারফর্মিং স্টেট স্কুলের ছাত্রী। সাবা ও নোভা মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অজমির মাস্টার বাড়ির মরহুম আব্দুল গণী মাস্টারের নাতনী। সাবার মা-বাবা জানান, প্রথম শ্রেণী থেকেই সাবা পড়াশোনায় অনেক মনোযোগী। সে তার স্কুল হোমওয়ার্ক নিজে নিজেই করতে পছন্দ করে। চিত্রাঙ্কন, বই পড়া ও নতুন নতুন জায়গা ভ্রমণ তার শখ। সাবা তার বড় বোন নোভার মতো, মা-বাবা ও দাদার পেশা শিক্ষকতাই পছন্দ করে। তবে তার নানার (বীর মুক্তিযোদ্ধা, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব সৈয়দ আব্দুল মতিন) ইচ্ছে অনুযায়ী সাবা মাঝে মধ্যে বড় হয়ে ব্যারিস্টার হওয়ার ইচ্ছাও পোষণ করে। মা বাবা সহ পরিবারের সবাই সাবা-নোভার জন্য দোয়া চেয়েছেন। তারা যেন সবার আগে নিজেদেরকে শুধু সফল ছাত্রী নয়, ভালো মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তি

