ব্যাংক এশিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর ইন্তেকাল : মুন্সিগঞ্জে মা-বাবার কবরের পাশে সমাহিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩
মোহাম্মদ রহিম : বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারী শনিবার ঢাকার গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর ।
বাংলাদেশের শিল্পাঙ্গনে পরিচিত মুখ আব্দুর রউফ চৌধুরী অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ছিলেন । এছাড়াও, তিনি সী-রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন । তাঁর হাত ধরে দেশে গড়ে উঠেছে ৫০টির মতো প্রতিষ্ঠান। আব্দুর রউফ চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর । যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সোয়ান স্কুল অব বিজনেস থেকে স্নাতক শেষ করে রউফ চৌধুরী তাঁর ক্যারিয়ার শুরু করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে । বাংলাদেশে দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রেসিডেন্ট ম্যানেজার পদে এবং যমুনা অয়েল কোম্পানীতে সিনিয়র পদে ১৫ বছর কাজ করেন তিনি।
আব্দুর রউফ চৌধুরী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাজীরবাগ গ্রামের মরহুম কাজিম উদ্দিন চৌধুরীর ছেলে । তাঁর বড় ভাই ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিন চৌধুরী।
গত ১৯ ফেব্রুয়ারী, রবিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জের পৈতৃক বাড়িতে, সেখানে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যূকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । তাঁর তিন সন্তান যথাক্রমে রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী । রোমো রউফ চৌধুরী বর্তমানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান।
আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে বাংলদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্নস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ব্যাংক এশিয়ার অঙ্গ প্রতিষ্ঠান লন্ডনস্থ ‘বি এ এক্সচেঞ্জে’ এর সিইও এবিএম কামরুল হুদা আজাদ ও তাঁর সহকর্মীরা জনাব আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । জনাব আজাদ বলেন, আব্দুর রউফ চৌধুরী শুধুই র্যাংগস গ্রুপ বা ব্যাংক এশিয়ার চেয়ারম্যানই ছিলেননা, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা। তাঁরই প্রচেষ্টায় ৫০টির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার ফলে দেশে হাজার হাজার লোকের চাকরির ব্যবস্থা হয়েছে। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

