আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি যুক্তরাজ্য বিএনপির শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে যুক্তরাজ্য বিএনপি। একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মোঃ মওদুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান, আজমল চৌধুরী জাবেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, শামসুর রহমান মাহতাব, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, আব্দুল বাসিত বাদশা, বাবুল চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদকএস এম লিটন, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি এম এ সালাম, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি

