ভাষা দিবসে শহীদ মিনারে লন্ডন বাংলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারী তাইসির মাহমুদ, কার্য নির্বাহী সদস্য আহাদ চৌধূরী বাবু, আনোয়ার শাহজাহান ও সরওয়ার হোসেন এবং সাধারণ সদস্য আনিসুর রহমান।
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বাংলাদেশ হাইকমিশনার সাইদা মোনা তাসনিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান,স্পীকার কাউন্সিলার শাফি আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শীত উপেক্ষা করে সাধারণ মানুষও ছুটে আসেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। সংবাদ বিজ্ঞপ্তি

