আলতাব আলী পার্কে রাজা চার্লস ও কুইন কনসর্টকে অভিবাদন জানালেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩
গত ৮ ফেব্রুয়ারি বুধবার প্রথমবারের মতো ইস্ট লন্ডন সফরে এসেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। সফর উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজন করা হয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় দুটো স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আধঘণ্টার এক সাক্ষাতপর্ব।
স্কুল দুটোর একটি হলো লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। স্কুলের প্রধান শিক্ষক আশিদ আলী ও ক্যারিয়ার এডভাইজর মুহি মিকদাদ ১০জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আলতাব আলী পার্কে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার সঙ্গে সাক্ষাৎ করেন। রাজা যখন আলতাব আলী পার্কে প্রবেশ করেন তখন শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানায় এবং করমর্দন করে। এসময় রাজা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রধান শিক্ষক আশিদ আলী সাপ্তাহিক দেশকে বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। রাজার সাথে সাক্ষাৎ আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়েছে।
তিনি বলেন, সাক্ষাতকালে রাজা চার্লস আমাদের স্কুল ও শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চান। রাজার সঙ্গে সাক্ষাৎ আমাদের স্কুলের জন্য একটি ঐতিহাসিক মুহুর্ত হিসেবে গণ্য হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

