ন্যাশনাল এপ্রেন্টিসশীপ উইক ২০২৩
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৩
এই সপ্তাহটি হল ন্যাশনাল এপ্রেন্টিসশীপ উইক (জাতীয় শিক্ষানবিশ সপ্তাহ)। শিক্ষানবিশ বা এপ্রেন্টিসশীপ কমিউনিটি, ব্যবসা এবং বৃহত্তর অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব রাখে, তা উদযাপন করার বার্ষিক ইভেন্ট হচ্ছে এই সপ্তাহ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সাথে মিলে, ফিনান্স থেকে শুরু করে কনস্ট্রাকশন সেক্টর পর্যন্ত অনেকগুলো শিক্ষানবিশ স্কিম চালু করেছে। গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে চালু হয়েছে এসব স্কীম। আবেদন করার জন্য আগ্রহীদেরকে কাউন্সিলের কর্মসংস্থান বিষয়ক সার্ভিস ওয়ার্কপাথ এর সাথে নিবন্ধিত হতে হবে। কাউন্সিলের ওয়ার্কপাথ আপনাকে আপনার আবেদন, সাক্ষাৎকারের প্রস্তুতি, এবং সাধারণ কর্মসংস্থান লাভে সহায়তা করতে সক্ষম। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

