লন্ডনের হিলিংডন এলাকার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ শামসুল হকের ইন্তেকাল : শুক্রবার জানাজা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৩
লন্ডনের হিলিংডন এবং হ্যামারস্মিথ এলাকার বাসিন্দা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ শামসুল হক বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটের সময় লন্ডনের হিলিংডন হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ছয় সন্তান, নাতি-নাতনীসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের গ্রামের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার, হাজীগঞ্জ উপজেলার, রাজারগাঁও ইউনিয়নের লন্ডনি বাড়ি। তিনি লন্ডনেই তাঁর জীবনের প্রায় পুরো সময়টা (৭০ বছর ) কর্ম ব্যস্ততায় কাটিয়েছেন।
মোহাম্মদ শামসুল হক একজন সদয় এবং সরল মনের মানুষ ছিলেন, যিনি সর্বদা সকলের পাশে থাকতেন।
পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া করার আনুরোধ করা হয়েছে, যাতে আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোত্তম স্থানে অধিষ্টিত করেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জুমা (জামাত ১২.৪৫ মিনিটে) ইস্ট লন্ডন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের লাশ গার্ডেন্স অব পিস মুসলিম গোরস্থানে সমাহিত করা হবে।
জানাযার নামাজে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা জন্য সকলের কাছে আবেদন করেছেন মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট জামাতা সাংবাদিক খালেদ পাটোয়ারী। সংবাদ বিজ্ঞপ্তি

