আলীনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩
যুক্তরাজ্যে আলীনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আলীনগর ইউনিয়নবাসীর আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এই কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে জায়েদ মানিক চৌধুরীকে আহবায়ক মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি গত ৩১ জানুয়ারি প্রবাসে আলীনগর ইউনিয়নের সবাইকে একই প্লাটফর্মে নিয়ে এসে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।
আলীনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আহবায়ক জায়েদ মানিক চৌধুরীর নেতৃত্বে সকলের মতামতের ভিত্তিতে হেলাল চৌধুরী বকুলকে সভাপতি ও জাকের আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২০২৪ সালের জন্য আলীনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি আজিজুর রহমান, সোহেল আহমদ (সোয়া), নুরুল ইসলাম কবির চৌধুরী, আব্দুল হক, পঙকি মিয়া, এনাম মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নুর উদ্দিন কোষাধ্যক্ষ আকরাম হোসেন চৌধুরী, সহকোষাধ্যক্ষ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ফয়ছল মুকিত, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুজিব চৌধুরী ও হিফজুর রহমান, প্রচার সম্পাদক আইনুল হক, সাহিত্য সম্পাদক লোকমান আহমদ, বৈদেশিক সম্পাদক খায়রুল আলী (লিটন), ত্রাণ সম্পাদক আব্দুল মোহিত, মেম্বারশীপ সম্পাদক সোলেমান আহমদ, ক্রীড়া সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রেদওয়ান করিম, মহিলা সম্পাদক লাভলী বেগম, মহিলা সহসম্পাদক জোমায়রা নুর এলি, ধর্ম সম্পাদক মোহাম্মদ রাজু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক নানু মিয়া, শিক্ষা সম্পাদক সালমান আহমেদ আবু সাইদ, নির্বাহী সদস্য জায়েদ মানিক চৌধুরী, সামছুল ইসলাম, মাহবুব আহমদ, ছায়েম আহমদ চৌধুরী, শেখ রায়হান হোসেন, ইমরুল হক সামি, মাহফুজ আহমদ চৌধুরী ও মাসুদ আহমদ। কমিটির উপদেষ্টা হলেন, মজনুল হক চৌধুরী, আব্দুল মতিন, জালাল চৌধুরী ও মোহাম্মদ নয়িম উদ্দিন চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি

