বার্মিংহাম, শেফিল্ড, নটিংহাম ও মানচেস্টারে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৩
ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কমিউনিটির মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হবে । আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পৃথকভাবে ব্রিটেনের বিভিন্ন মসজিদে এই সেবা দেওয়া হবে। এজন্য নারী-পুরুষদের নিবন্ধনের কোনো প্রয়োজন নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার বার্মিংহামের গ্রীন লেন মসজিদে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত এবং লিডসের মারকাজী জামিয়া বিলাল মসজিদে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার শেফিল্ড গ্র্যান্ড মসজিদে আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত, নটিংহ্যাম সুলতানিয়া মসজিদে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং ২৫ ফেব্রুয়ারি শনিবার নটিংহ্যাম আল-খাজরা মসজিদে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং ৪ মার্চ শনিবার ম্যানচেস্টার খিজরা মসজিদে বেলা ১টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এবং লেস্টারে বিলাল মসজিদে বেলা ১২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে। বিস্তারিত জানতে ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি

