সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সঙ্গে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩
লন্ডন সফরত সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বরে ওয়ার্ডের পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ওয়েলফেয়র এসোসিয়েশন ক্রয়ডন। গত ২৫ জানুয়ারি বুধবার সভায় সভাপতিত্ব করেন ব্যাবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট মো. জিয়ার আহমেদ।
এতে নজমুল হক ছাদিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বি.ডব্লিউ.এ.সি এর সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক হাছান চৌধুরী মিলন, শহিদুল ইসলাম মামুন, কাউন্সিলার রেবেকা সুলতানা, সিমুল তাসবির চৌধুরী ও আম্বর আলী।
সভায় বক্তারা বলেন, সিলেট শহরের সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান হিসেবে ফরহাদ চৌধুরী শামীম ইতিমধ্যে যে সকল সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তা সত্যি প্রসংশনীয়। তারা সিলেটে জায়গা জমি নিয়ে প্রবাসিদের হয়রানি, সিলেট বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিসহ নানা বিষয়ে যুক্তরাজ্য প্রবাসীদের সহায়তা করার জন্য আহ্বান জানান। সিলেট নগরীকে আধুনিকায়ন করতে তিনি সব সময় সচেষ্ট বলেও বক্তারা অভিমত ব্যাক্ত করেন।
কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম বলেন, সিলেট শহরের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। প্রবাসিরা দেশে যে কোনো সহযোগীতার প্রয়োজনে তাকে কাছে পাবেন বলে সবাইকে আশ্বস্ত করে তিনি আরো বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি, আমার নিজ দলের সবুজ সংকেত পেলে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবো। সংবাদ বিজ্ঞপ্তি

