সিসিক কাউন্সিলার মখলিসুর রহমান কামরানকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩
যুক্তরাজ্যে সফররত সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলার মখলিসুর রহমান কামরানকে যুক্তরাজ্য প্রবাসী সিলেটের নাগরিকবৃন্দরা সংবর্ধনা দিয়েছেন।
গত ২৪ জানুয়ারি মঙ্গলবার বার্টেট রোডের শিশ তার্কি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওত করেন আব্দুল হামিদ।
এতে কাউন্সিলার সেলিম উল্লার সভাপতিত্বে ও সমাজসেবক জাফর ছাদিক এবং কমিউনিটি নেতা মেয়ার বক্সের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান চৌধুরী, সাবেক ডিপুটি মেয়র মো. সিরাজুল ইসলাম,সাবেক কাউন্সিল লিলু তালুকদার, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, জালালাবাদ অর্গেনাইজেশনের আহ্বায়ক সুহেল আহমদ, সিসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, মাওলানা অদুদ, এম রব ও জাফর ছাদিক প্রমুখ। অনুষ্ঠানের আয়োজকরা হলেন হিরু মোহাম্মদ, জসিম উদ্দিন, এমরান আহমদ, ইসতিয়াক আহমদ, আক্তারুজ্জামান, ফারুক আহমদ, সেলিম আহমদ।
সভায় বক্তারা সিসিক কাউন্সিলার মখলিসুর রহমান কামরানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। পাশাপাশি তারা ৯ নম্বর ওয়ার্ডকে সবুজ বনায়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিরাপদ বলে মতামত ব্যক্ত করেন। পরে আইডিয়াল গ্রীণ সিলেট ও সিলেট সদর এসোসিয়েশন কাউন্সিল মখলিসুর রহমানকে ক্রেস্ট প্রদান করে।

