করোনাভাইরাস : চাইনিজদের আজ কেন মাস্ক পরতে হচ্ছে?
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০
আবু আহমদ হাবিবুর রহমান :: মুসলমানদের ওপর নির্যাতনের ফল কখনই শুভ হয় না। চীনের জনগণ মনে করতো তারাই পৃথিবীর সবচেয়ে সৃষ্টিশীল জাতি। সাপ, জন্তু, জানোয়ার, বিচ্ছু, ইঁদুর, বাদুড়, এমনকি মৃত মানুষের মাংস খেয়ে প্রমাণ করতে চেয়েছে তারা যা চায় তা-ই করতে পারে। উইঘুর মুসলমানদের প্রতি কি অমানুষিক নির্যাতন, মহিলাদের নেকাব পরিধান নিষেধ এমনকি মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ সংস্কার (নাউজুবিল্লাহ) করতে চাচ্ছে।
প্রাথমিকভাবে ধারনা করা হয়- চীনের উহান শহরের কোনও এক জন্তু জানোয়ারের মাংস বিক্রির স্থান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। করোনা ভাইরাস খুব সহজে মানুষ হতে মানুষের শরীরে সংক্রমণ হয়। এ ভাইরাস প্রথমে ঠান্ডাজনিত রোগের মতো সর্দি-জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো মনে হয় এরপর কিডনি ও শরীরের অন্যান্য অরগানে সংক্রমণ করে। চল্লিশ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য বিপদ হতে পারে। বর্তমানে এশিয়া, মিডলইস্ট এবং ইউরোপের প্রায় ৬০টি দেশে এই ভাইরাসের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে।
চীনারা মুসলমান নারীদের নেকাব নিষিদ্ধ করেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ চাইনিজরা মুখের মধ্যে মাস্ক ব্যতিত ঘর হতে বের হতে পারছে না। উইঘুরের মুসলমানদের চীনারা সহ্য করতে পারেনা বলে তাদের এত ঘৃণা করতো, কিন্তু আজ দেখুন চাইনিজদের পৃথিবীর সব জায়গায় লোকেরা অন্য দৃষ্টিতে দেখছে। ট্রেন বাস ট্রাম রেস্তুরা পার্ক এমনকি রাস্তায় দেখলে লোকেরা চাইনিজদের ঘৃণার চোখে দেখে।
বহুকাল থেকে মহান স্রষ্টার দেয়া প্রদত্ত নেয়ামত ব্যতিরেখে চীনারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছে তা করে যাচ্ছিল। তাদের এসব নোংরামির কারণে পৃথিবীর অনেক দেশে ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার নিরীহ নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছেন, ভুক্তভোগী হচ্ছেন। মহান আল্লাহ তায়ালা পরিচালিত সুন্দর এ পৃথিবীতে মানবজাতিকে বিচার বুদ্ধি দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানবকুলকেই ভালো খারাপের দিক বিবেচনা করে চলতে হয়। আল্লাহ তায়ালার শক্তি অসীম। তিনিই ক্ষমতাবান সৃষ্টি করতে পারেন এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারেন।
অতি সম্প্রতি ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে হচ্ছে এতে বুঝা যাচ্ছে মূলত মুসলমান নিধন করাই মূল লক্ষ্য। সংখ্যালঘু মুসলমানদের খুন, নারীদের শ্লীলতাহানি, বাড়ি-ঘর এমনকি পবিত্র মসজিদ ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়াসহ অমানবিক নির্যাতন করা হচ্ছে। মুসলমানদের কান্না মহান আল্লাহ সহ্য করতে পারবেন কিনা জানি না। হে আল্লাহ তুমিই সর্বোত্তম, তুমিই সর্বশ্রেষ্ঠ। করোনা ভাইরাসসহ সকল বালা মুসিবত থেকে তুমি সকলকে রক্ষা করো।
লেখক : কমিউনিটি এক্টিভিস্ট, লন্ডন