মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ রচিত গ্রন্থ ‘একাত্তরের বিজয়ফুল’ বেরিয়েছে
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৯
পীরজাদা হোসেন আহমদ। মৌলভী বাজার জেলার বড়লেখার কৃতীজন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবী ও শিক্ষানুরাগী। স্বপরিবারে বসবাস করে যুক্তরাজ্যে। একসময় চাকরি করতেন বৃটিশ ফরেন অফিসে। বর্তমানে অবসরে মনোনিবেশ করেছেন লেখালেখিতে। ছয় বছরের দীর্ঘ প্রচেষ্টায় সম্প্রতি প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘‘একাত্তরের বিজয়ফুল’’।
চমৎকার মলাটের ছয়শ’ আশি পৃষ্ঠার তথ্যসমৃদ্ধ বইটি প্রথম নজরে যে কারো দৃষ্টি কাড়বে। ঢাকার ‘প্রিয়মুখ’ পাবলিশার্স থেকে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ চমৎকার। বইটির বাইর যেমন চকচকে ভেতরও তথ্যসমৃদ্ধ।
মুক্তিযোদ্ধা হোসেন আহমদের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (আরেঙ্গাবাদ) এলাকায়। তিনি খুলনা সিটি কলেজে উচ্চ শিক্ষা সম্পন্ন করে খুলনা ক্রিসেন্ট জুট মিলে কর্মজীবন শুরু করেন। একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিলে তিনি ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে ঘরে ফেরেন। এরপর একসময় উন্নত জীবনের তাগিদে পাড়ি জমান যুক্তরাজ্যে।
বৃটেনে তিনি একজন স্বজন কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। তিনি ‘একাত্তোরের বিজয়ফুল’ বইটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন। বইটির বহুল প্রচারে সকলের সহযোগিত কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি