জাফলংয়ের পিয়াইন নদে তলিয়ে গেল এমসি কলেজ শিক্ষার্থী অনিক
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে গোসল করতে নেমে আকিকুর রহমান অনিক নামে এমসি কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিকের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে সিলেট নগরের আম্বরখানা এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার দুপুরে তারা ৮ বন্ধু জাফলং বেড়াতে গিয়েছিলেন। এর মধ্যে অনিকসহ তিনজন জিরো পয়েন্টে পিয়াইন নদে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখে দ্রুত ছুটে গিয়ে দুইজনকে উদ্ধার করেন। তবে অনিক তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান শুরু করেছেন।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল জলিল জানান, জাফলং ঘুরতে এসে এমসি কলেজছাত্র অনিক পিয়াইন নদে নেমে নিখোঁজ হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

