‘পড়শি’ ও ‘বৃষ্টি ঝরা বাদল দিনে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন: ‘কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হয়’
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯
লন্ডন, ২২ ফেব্রুয়ারি : একুশে বইমেলায় প্রকাশিত প্রবাসী কবি রোকন আহমেদের ‘পড়শি’ এবং রেজুয়ান চৌধুরীর ‘বৃষ্টি ঝরা বাদল দিনে’ কাব্যগ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের এসইবি সলিসিটর্স মিলনায়তনে গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লীডার হেলাল আব্বাসের সভাপতিত্বে ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের। অতিথি আলোচক ছিলেন সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। কাব্যগ্রন্থের সাউন্ড ট্র্যাক সিডি সমালোচক ছিলেন লেখক কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব খসরু নোমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ ও এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন ব্যারিস্টার লুৎফর রহমান, কবি মোহাম্মদ ইকবাল ও স্পেকট্রাম বাংলা রেডিও’র ম্যানেজিং ডাইরেক্টর মিসেস নাহিদা মিছবাহ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডা. শম্পা দেওয়ান ও সিঙ্গার তাজ।
অনুষ্ঠানে বিলেতের অনেক সাংবাদিক সাহিত্যিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক তাইসির মাহমুদ ও মিছবাহ জামালের কৌতুক পরিবেশনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তারা কাব্যগ্রন্থ দুটোর বিভিন্ন কবিতার প্রশংসা ও সমালোচনা করেন। তাঁরা বলেন- কবি রোকন আহমেদ ও রেজুয়ান চৌধুরী অর্থের পেছনে নিজেদের বিলিয়ে দেননি। প্রবাসের কর্মব্যস্ত জীবনেও তাঁরা লেখালেখির চর্চা অব্যাহত রেখেছেন। বই প্রকাশের মাধ্যমে স্বদেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা আরো বলেন, কবিতা হচ্ছে একজন লেখকের অনুভূতি প্রকাশের মাধ্যম। কবিরা লেখার বিষয়গুলোতে ভিন্নভাবে দেখে থাকেন। তবে কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হয়।