তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী পেল সিলেট
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৯
সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে ৫ জন মন্ত্রী হচ্ছেন। এর মধ্যে তিনজন পূর্ণ মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর নাম রয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী থাকছেন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন।
সিলেট বিভাগের তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে-
পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ এমএ মান্নান।
পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সিলেট-১ আসন থেকে নির্বাচিত সাংসদ একে আবদুল মোমেন।
পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সাংসদ মো. শাহাব উদ্দিন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ইমরান আহমদ।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ মাহবুব আলী।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

