নবীগঞ্জে সংঘর্ষে শহর রণক্ষেত্র
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৮
সিলেট, ৬ সেপ্টেম্বর: নবীগঞ্জে শহরের ডাকবাংলো ও থানা পয়েন্টের সামনে বিদ্যমান অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় পৌর এলাকার কয়েকটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়। হামলা-পাল্টা হামলা ছাড়াও প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকাল ৩টায় স্মরণকালের এ সংঘর্ষ হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তওহিদ বিন হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যমান দু’গ্রুপের মধ্যে সংঘাত নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন।
সংঘর্ষে পৌর এলাকার কয়েকটি গ্রাম জড়িত থাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের ডাক বাংলো পয়েন্ট ও থানা পয়েন্টে অবস্থিত দুটি অটোরিকশা (সিএনজি) স্ট্যান্ড শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের সামনেই দু’দল শ্রমিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
এ ঘটনার জের হিসেবে পৌর এলাকার চরগাঁও ও তিমিরপুর গ্রামের লোকজন জড়িত হয়ে মাছ বাজারে হামলা, ভাঙচুর লুটপাট করে। এখবর ছড়িয়ে পড়লে শহরের মৎস্যজীবী অধ্যুষিত রাজনগর, রাজাবাদ গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পালটা হামলা চালালে শহর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
এ নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আপসে রফাদফার চেষ্টা করছেন। থানার ওসি এসএম আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ওদিকে, সংঘর্ষের পর পৌর এলাকার চরগাঁও-তিমিরপুর গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়াও রাজাবাদ, রাজনগরসহ বেশ কয়েকটি গ্রামের তরফ থেকেও এশার নামাজের পর পাল্টা বৈঠক আহ্বান করা হয়েছে।

