বড়লেখায় নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের গলিত লাশের সন্ধান
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ৯ দিন পর আব্দুল্লাহ হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের গলিত লাশের সন্ধান পেয়ে উদ্ধার অভিযানে নেমেছেন পুলিশ। ২৮ জানুয়ারি রোববার বিকেলে স্থানীয়রা পার্শ্ববর্তী আরব আলীর টিলায় লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দিলে সন্ধ্যার সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার অভিযান শুরু করেন।
নিহত হাসান উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির নবম শ্রেণীর ছাত্র।
ঘটনার সত্যতা সাপ্তাহিক দেশ’কে নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুর রহমান। তিনি বলেন, লাশ উদ্ধার করতে আমরা কাজ করছি।
উল্লেখ্য, আব্দুল্লাহ হাসান গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টার পরও হাসান বাড়িতে না ফিরলে তার পরিবার তাকে চারদিকে খুঁজাখুঁজি করেন। হাসানের কোনো সন্ধান না পেয়ে গত ১৯ জানুয়ারি সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

