বড়লেখার শাহবাজপুরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৮
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখার উত্তর শাহবাজপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ ২জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাজপুর-বিয়ানীবাজার সড়কের এলাম অর্জুনপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের আজমত আলীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও তাঁর শিশু সন্তান মাহফুজুর রহমান (৫)।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ট্রাক্টরসহ ঘাতক চালক পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা সাপ্তাহিক দেশ’কে নিশ্চিত করেছেন উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। তবে আমরা স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি।

