দেলোয়ার হোসাইন
স্বপ্নের দেশে যাত্রা
যদি আর না ফিরি মা তবে জেনে নিও মিশে
গেছি উপুড় আকাশে। দ্বিধাহীন চোখে আমি
সমুদ্র দেখি- হা করে তাকিয়ে আছে মৃত্যু…
ক্বিবলামুখি হওয়ারও সুযোগ নেই যে- সেজদায়
লুটিয়ে পড়বো। অলৌকিক আকুতি আর লোনা
পানির বিলাপ ছাড়া এখানে আর কিছুই নেই…