ব্রিটেনের পাঁচটি শহরের নয়টি সিনেমা হলে ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে “আমাজন অভিযান”
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৮
লন্ডন, ১০ জানুয়ারি ২০১৮ : নতুন বছরে ব্রিটেনের দর্শককে মুগ্ধ করতে আসছে ‘আমাজন অভিযান’। এই প্রথম বিদেশের মাটিতে কোনও বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে বৃটেনের সিনেমা হলগুলোতে । বাংলা সিনেমার ইতিহাসে ‘আমাজন অভিযান’ এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বাজেটের ছবি।
আমাজন অভিযান ছবিটির প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেইনমেন্ট পূর্ব ভারতের সব থেকে বড় প্রযোজনা সংস্থা। দু’দশকেরও বেশি সময় ধরে ছবি তৈরির সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম তাঁদের নির্মিত কোনও ছবি মুক্তি পাচ্ছে ব্রিটেনের বিভিন্ন হলে । গত ২২ ডিসেম্বর ভারতের একাধিক শহরে মুক্তি পাওয়া ‘আমাজন অভিযান’ প্রথম সপ্তাহেই ১০ কোটি রুপির উপর ব্যবসা করেছে যা এখনও পর্যন্ত যে কোনও বাংলা ছবির ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড।
নতুন বছরের ১২ জানুয়ারি ব্রিটেনের পাঁচটি শহরের নয়টি পেক্ষাগৃহে (সিনেমা হলে) মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। এই ছবিটি ২০১৩ সালে নির্মিত ‘চাঁদের পাহাড়’ ছবির সিক্যুয়েল। ‘চাঁদের পাহাড়’ এখনও পর্যন্ত ব্যবসায়িকভাবে সব থেকে সফল বাংলা ছবি । ছবির লেখক-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় আমাজনের গভীর জঙ্গলে এই ছবির শুটিং করেছেন।
‘আমাজন অভিযান’ আগামী ১২ জানুয়ারি সিনেওয়ার্ল্ড মাল্টিপ্লেক্সের ফেলথাম, উডগ্রিন, ইলফোর্ড, মিল্টন কেইনস, বার্মিংহ্যামের ব্রড স্ট্রিট, ব্র্যাডফোর্ড, লিডস্-এ মুক্তি পাচ্ছে। এ ছাড়াও ম্যানচেস্টারের ওডিওন মাল্টিপ্লেক্স (ট্র্যাফোর্ড সেন্টার) এবং হ্যারোর সাফারি সিনেমা মিলিয়ে মোট নয় জায়গায় মুক্তি পাচ্ছে এই ছবি।
এসভিএফের ডিরেক্টর মহেন্দ্র সোনি ব্রিটেনে এই ছবির সাফল্যের ব্যাপারে আশাবাদী। তাঁর মতে “এই ধরনের ছবি সারাজীবনে খুব কম তৈরি করা যায়। আমরা ছবির নির্মাণে এবং ভিস্যুয়াল এফেক্টসে অনেক খরচ করেছি যাতে বাঙালি দর্শককে একটা বিশ্বমানের ছবি দেখাতে পারি। বাংলা ছাড়াও আরও ৫টি ভাষায় ভারতে মুক্তি পেয়েছে এই ছবি। আশা করি ব্রিটেনের বাঙালিরাও ভালোবাসবেন এই ছবিকে।”
ক্যান্ডিড কমিউনিকেশন ইউকের ডিরেক্টর সায়ন্তন দাস অধিকারী বলেন “আমরা ব্রিটেনে এসভিএফের মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন পার্টনার। ক্যান্ডিড সারা বছর ব্রিটেনে বিভিন্ন প্রেক্ষাগৃহে বাংলা ছবি রিলিজ করবে।” তিনি আরও বলেন “লন্ডনে বাংলা ছবির প্রচারে এগিয়ে আসার জন্য তিনি বিখ্যাত গায়ক এবং সুরকার রাজা কাশেফ এবং রুবায়েত জাহানের কাছে কৃতজ্ঞ। এছাড়াও এই পদক্ষেপে সাহায্যের জন্য চ্যানেল এস, বেতার বাংলা ১৫০৩ এএম, রেডিও বাংলানেট, তৈয়্যাবস রেস্টুরেন্ট, এলবি ২৪ নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ছবিতে বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে শংকর চৌধুরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সঙ্গে বর্ষীয়ান ব্রাজিলীয় অভিনেতা ডেভিড জেমসকে মার্কো ফ্লোরিয়ানের চরিত্রে এবং ভারতীয় বংশদ্ভুত রাশিয়ান অভিনেত্রী স্বেতলানা গুলাকোভাকে তাঁর মেয়ে আনা ফ্লোরিয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই তিনজনের এল ডোরাডো অভিযানের কাহিনী অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের ভালো লাগবে এই আশাই করছে প্রযোজক সংস্থা।
এই ছবি আরও একটি রেকর্ড করেছে। এই প্রথম কোনও ছবির ৬০৮০০ বর্গফুট বড় পোস্টার রিলিজ করা হয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য গ্রাফিক নভেল ফরম্যাটেও এই ছবি মুক্তি পেয়েছে। এটি প্রথম বাংলা ছবি যা বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে ভারতের বিভিন্ন শহরে।
এসভিএফ এন্টারটেইনমেন্ট: এসভিএফ এন্টারটেইনমেন্ট পূর্ব ভারতের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা যাঁরা ছবি নির্মাণ, টেলিভিশন প্রোগ্রাম, ডিজিটাল সিনেমা, মিউজিক প্রভৃতির সঙ্গে যুক্ত। এসভিএফ প্রযোজিত ১১০-টির বেশি ছবির মধ্যে ‘চোখের বালি’ ‘রেনকোট’, ‘মেমোরিস ইন মার্চ’, ‘চিত্রাঙ্গদা’, ‘ছোটদের ছবি’ প্রমুখ ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। অপরদিকে ‘চাঁদের পাহাড়’, ‘চ্যালেঞ্জ’, ‘অটোগ্রাফ’ প্রমুখ বাণিজ্যিক সফল ছবিরও নির্মাতা এসভিএফ। সম্প্রতি তাঁরা বিশ্বের বৃহত্তম বাংলা ওয়েব ডিজিটাল নিয়ে এসেছেন যার নাম ‘হইচই’।
ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে: ২০০৩ সালে সায়ন্তন দাস অধিকারী এবং পারমিতা ঘোষের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ক্যান্ডিড কমিউনিকেশন পূর্ব ভারতের সব চেয়ে বড় মার্কেটিং এবং কমিউনিকেশন এজেন্সি। সম্প্রতি ব্রিটেন সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড-এর সহযোগিতায় লন্ডনে ব্যবসা শুরু করেছে এই সংস্থা। গত ১৪ বছর ধরে কর্পোরেট জগৎ ছাড়াও বহু বাংলা ও হিন্দি ছবির প্রচার এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ক্যান্ডিড কমিউনিকেশন । ‘চোখের বালি’, ‘রেনকোট’, ‘সাওয়ারিয়া’, ‘ভুতের ভবিষ্যৎ’, ‘বং কানেকশন’, “মনের মানুষ’, ‘অন্তহীন’ ছাড়াও আরও অনেক বাণিজ্যিক সফল ও পুরস্কারপ্রাপ্ত ছবির প্রচারের সঙ্গে যুক্ত রয়েছে ক্যান্ডিড।
ছবির ব্যাপারে বিস্তারিত জানতে সায়ন্তন দাস অধিকারীর সাথে (০৭৯৮৪ ১৩৩ ৭৯৯/ ০৭৪৫৯ ০২০ ৩৪০ sayantan@candidcommunication.co.uk) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


